Barak Valley

হাইলাকান্দিতে আজও বিষ্ণু রাভা দিবস

জনসংযোগ, হাইলাকান্দি, ১৯ জুন: অসমীয়া লোকসাহিত্যের দিকপাল বিষ্ণু রাভার জীবন-দর্শনকে জনপ্রিয় করে তুলতে সোমবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে রাজ্যের বিদ্যালয়গুলিতে ১৯ জুন ও ২০ জুন বিষ্ণু রাভার জীবন দর্শন তুলে ধরতে বিভিন্ন কার্যসূচির আয়োজন শুরু হয়েছে।

এছাড়া বিদ্যালয়গুলির প্রাত:কালীন সভায় রাভা -সংগীত বাজিয়ে পড়ুয়াদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিষ্ণু রাভার জীবন দর্শন সম্পর্কে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে সোমবার বিদ্যালয় গুলিতে সমবেত রাভা সংগীত পরিবেশন করা হয়।

পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের একটি ভ্যান গাড়ির মাধ্যমে গ্রামাঞ্চলে রাভা সংগীত এবং কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন দর্শন তুলে ধরা হয় জেলা জুড়ে ।

এছাড়া শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগেও সোমবার রাভা সংগীত পরিবেশন করা হয় । মঙ্গলবারও জেলা জুড়ে অনুরূপ কার্যসূচি অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Back to top button