Barak Valley
হাইলাকান্দিতে আধার কার্ড আপডেট ভ্যানের যাত্রা শুরু

হাইলাকান্দি, ২৭ এপ্রিল : আধার কার্ড আপডেটের জন্য হাইলাকান্দিতে ইউনিক অথরিটি অফ ইন্ডিয়ার প্রচার গাড়ি ভেনের যাত্রা শুরু হয়েছে।
ডিসি অফিস প্রাঙ্গণে জেলা শাসক নিসর্গ হিবরে পতাকা নেড়ে এই প্রচার গাড়িটির যাত্রা শুরু করেন। এই প্রচার গাড়িটি জেলার সব জিপি এলাকা পরিক্রমা করবে। ভেনটির প্রচার যাত্রার সময় স্থানীয় ভাষায় আধার আপডেট করার প্রচার পত্র বিলি করবে জেলা জুড়ে।
উল্লেখ্য জেলায় যাদের আধার কার্ড রয়েছে তারা ঠিকানার প্রমাণ ও পরিচয়ের প্রমাণ আপডেট করতে পারবেন। এক্ষেত্রে কারো যদি মোবাইল নম্বর বদল আঙ্গুলের ছাপ নাম ঠিকানা ইত্যাদিতে কোন ত্রুটি থাকে তাহলে তা-ও আপডেট করা যাবে। এদিকে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে যাদের আধার কার্ড রয়েছে তাদেরকে প্রয়োজনে এই আপডেটের সুযোগ নিতে বলা হয়েছে।