Updates

হাইলাকান্দিতে আসন্ন স্বাধীনতা দিবসের কার্যসূচি

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ আগস্ট : হাইলাকান্দিতে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে।

এই উপলক্ষে হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৫ টায় শহরের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত প্রচারের মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা করা হবে।

এরপর সকাল ৭ টায় বেসরকারি গৃহে এবং সকাল সাড়ে ৭টায় সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮ টা ৪৫ মিনিটে শহরের শহীদ বেদীতে শহীদ তর্পণ করা হবে। সকাল ১০ টা ১৫ মিনিটে শিশুদের মধ্যে চকলেট বিতরণের কার্যসূচি থাকছে।

১০টা ৪৫ মিনিটে কারাগারের কয়েদিদের মধ্যে এবং সকাল ১১ টা ১৫ মিনিটে এস কে রায় সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হবে। এরপর সকাল সাড়ে ১১ টায় থাকছে শহরের রবীন্দ্রভবনে শিশুদের দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শন। বিকেল ৩ টায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যায় সরকারি কার্যালয় ভবনে আলোকসজ্জা।

Show More

Related Articles

Back to top button