Barak Valley

বদরপুরে পুলিশ অভিযানে বাজেয়াপ্ত দুই কেজির বেশি মাদক ইয়াবা

বদরপুর, ৯ এপ্রিল : করিমগঞ্জ জেলার বদরপুর থেকে কয়েক লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বদরপুর থানা এলাকার মিশন রোডে অভিযানে নেমে প্রায় ২.৬ কেজি ওজনের ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রীর বাজারমূল্য ১০ লক্ষ টাকার বেশি হবে বলে পুলিশ সূত্রের দাবি।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযানে নামে বদরপুর থানার পুলিশ। মিশন রোডের আশপাশ এলাকায় ড্রাগসের লেনদেন হবে খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে টহল দিতে থাকে। কিন্তু পুলিশের অভিযান সম্পর্কে আগাম খবর পেয়ে দিঘিরপার এলাকায় মাদক সামগ্রী ফেলে পালিয়ে যায় এক পাচারকারী। সেখান থেকে উদ্ধার করা হয় মায়ানমারে তৈরি ২.৬ কেজি ইয়াবা ট্যাবলেট।

বদরপুর থানার জনৈক আধিকারিক জানান, পুলিশের অভিযানে ১১০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এগুলির মূল্য ১০ লক্ষ টাকার বেশি। তিনি জানান, মাদক পাচারে জড়িত দিলোয়ার হুসেন ওরফে কুটির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে ফেরার হয়ে যায় মাদক ব্যবসায়ী কুটি। পুলিশ তাকে খোঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ অধিকারিক জানান, দিলোয়ার হুসেন নামের ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না থাকার দরুন তারা তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারছিলেন না। আজ সূত্রের খবরে ফের একবার পুলিশের দল অভিযানে নামলে মাদক সামগ্রী ফেলে পালিয়ে যায় সে। তিনি জানান, এ ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বদরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান আরোও তীব্র করা হবে।

Show More

Related Articles

Back to top button