Barak ValleyAssamNorth-East
হাইলাকান্দিতে খাজনা আদায় শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ১৬ মার্চ : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২০ মার্চ থেকে জেলার তিনটি স্থানে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। আলগাপুর সার্কেল অফিসে আগামী ২০ মার্চ, বোয়ালীপার জিপি অফিসে ২২ মার্চ এবং লালা সার্কেল অফিসে আগামী ২৪ মার্চ শিবির গুলির আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট জমির পাট্টাদারদেরকে তাদের চলতি ও বকেয়া খাজনা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।