Updates
এসসি পড়ুয়ার প্রিম্যাট্রিক বৃত্তির জন্য অভিভাবকের আয়ের সার্টিফিকেটের পরিবর্তন

জনসংযোগ, হাইলাকান্দি : রাজ্য সরকার তফসিলি জাতি ( এস সি)সম্প্রদায়ের পড়ুয়াদের প্রিম্যাট্রিক্স সার্টিফিকেটের জন্য অভিভাবকের আয়ের সীমার পরিবর্তন করেছে। গত ১৭ জুন রাজ্য সরকারের জারি করা এক নোটিফিকেশনে এই আয় বার্ষিক আড়াই লক্ষ টাকা হবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে রাজ্য সরকারের এই নোটিফিকেশন জেলার সব সার্কেল অফিসার ও শিক্ষা আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।