Barak Valley

হাইলাকান্দিতে সাংস্কৃতিক বিভাগের গ্রীষ্ম কালীন শিবির জোরকদমে

জনসংযোগ, হাইলাকান্দি, ১৭ জুলাই :রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় হাইলাকান্দি জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে দশ দিবসীয় গ্রীষ্ম কালিন শিবির চলছে। এক্ষেত্রে বিধান সভা ভিত্তিক ছয়টি প্রতিষ্ঠান যথাক্রমে হরকিশোর হাইস্কুল, পাঁচগ্রাম টাউন হাইস্কুল, কাটলীছড়া এস কে রায় কলেজ, অলইছড়া মডেল স্কুল, লক্ষীনগর টি ই মডেল হাইস্কুল ও আলগাপুর আব্দুল লতিফ কলেজে প্রতিদিন নাটক,নৃত্য, বিতর্ক, কবিতা আবৃত্তি ইত্যাদির কর্মশালা চলছে বলে জানান জেলা সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত আধকারিক সহকারী আয়ুক্ত শ্রেয়া সিংহল। আগামী ২৪ জুলাই এই কর্মশালার সমাপন হবে এবং অংশগ্রহণকারীদের পুরষ্কৃত করা হবে।
ছবি

Show More

Related Articles

Back to top button