হাইলাকান্দিতে তিন কোটি টাকার ড্রাগস সহ গ্রেফতার তিন পাচারকারী

হাইলাকান্দি, ১৬ মে : ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য অর্জন করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃত নজরুল হুসেন বড়ভুঞা, বিক্ৰম রিয়াং এবং আজমল হুসেন বড়ভঞার হেফাজতথেকে তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে অভিযানকারী পুলিশের দল।
এ ব্যাপারে হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত সংবাদ মাধ্যমকে জানান, গোপন সূত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি জানান, দক্ষিণ হাইলাকান্দির জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজারল ইসলামের নেতৃত্বে পুলিশের দল স্থানীয় বকতল গ্রামে অভিযান চালিয়ে এই বৃহত্ পরিমাণের নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে।
সেই সঙ্গে ড্রাগস পাচারে জড়িত অভিযোগে পুলিশ তিন পাচারকারী নজরুল হুসেন বড়ভুঞা, বিক্ৰম রিয়াং এবং আজমল হুসেন বড়ভুঞাকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্তকৃত ড্ৰাগসগুলির বাজারমূল্য তিন কোটি টাকার বেশি হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। ধৃত ড্ৰাগস কারবারিদের বিরুদ্ধে রামনাথপুর থানায় এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামসা রুজু করা হয়েছে।