Barak Valley
হাইলাকান্দিতে নভেম্বর মাসের চাল বরাদ্দ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ অক্টোবর : হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তোদয়া অন্নপূর্ণা যোজনার অধীনে কার্ড প্রতি ৩৫ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউজহোল্ড কার্ড প্রতি পাঁচ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানিদেরকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত চাল দোকানে এনে মাসের প্রথম দশ দিনে নির্দিষ্ট অন্ন সেবার দিনগুলিতে বন্টন করতে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।