Barak Valley

করিমগঞ্জে বিএসএফ-এর হাতে উদ্ধার ছয়টি চোরাই গরু উদ্ধার, আটক এক

করিমগঞ্জ, ৩০ মার্চ : করিমগঞ্জের লক্ষ্মীবাজার সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি চোরাই গরু উদ্ধার করেছে বিএসএফ। গতকাল বুধবার রাতে বাংলাদেশে পাচারের পথে গরুগুলি উদ্ধার করেছে ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। গরু পাচারের অভিযোগে আটক করা হয়েছে লক্ষ্মীবাজারের আইলারপার গ্রামের জনৈক জাবির হুসেনকে।

উদ্ধারকৃত গরুগুলির বাজারমূল্য কমপক্ষে ১.৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে বিএসএফ-এর সূত্র। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে আটক জাবির হুসেনের হেফাজত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে সীমান্ত থেকে উদ্ধারকৃত গরুগুলিকে গোশালায় সমঝে দিয়ে ঘটনা সম্পর্কে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ধৃত জাবির হুসেনকে থানার হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, জাবিরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

Show More

Related Articles

Back to top button