Barak Valley

হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্রের দাবি

মন্ত্রী জয়ন্তমল্লর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক সুজাম

হাইলাকান্দি : হাইলাকান্দিতে রাজ্য সরকারের ৩য় ও ৪র্থ শ্রেণির নিযুক্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে এবার সরব হল ছাত্র সংগঠন NSUI.

শুক্রবার রাজ্য সরকারের NSUI-র রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন৷ গুয়াহাটি সচিবালয়ে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার সঙ্গে দেখা করে হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেন বিধায়ক সুজাম উদ্দিন৷ অভিভাবক মন্ত্রীও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান৷

এদিকে, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের বাহিরে থাকায় বিধায়ক সুজাম উদ্দিন লস্করের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেন ছাত্র সংস্থার কর্মীরা৷

মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে NSUI-র প্রতিনিধি দলে ছিলেন আইনজীবি সাহাদাত হোসেন, আব্দুল ওহাব, সাহিল চৌধুরী প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button