Barak Valley

হাইলাকান্দিতে ফ্ল্যাগ সেলার পয়েন্ট

জনসংযোগ, হাইলাকান্দি, ১২ আগস্ট : দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করতে শুরু করা ‘হর ঘর তেরঙ্গা’ কার্যসূচির অধীনে সোমবার হাইলাকান্দিতে পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে। নগর জীবিকা মিশনের উদ্যোগে হাইলাকান্দি মিউনিসিপালিটি সামনে এই স্টল চালু রয়েছে। সোমবার এডিসি লাইরহলু খেনতে উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুরসভার এক্সিকিউটিভ অফিসার শাওন সূত্রধর, ওয়ার্ড কমিশনার রাজু চক্রবর্তী এন ইউ এল এম এর সিটি প্রজেক্ট ম্যানেজার সহীদুর রহমান চৌধুরী। এদিকে গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে কাটলিছড়ার রুরেল মার্টে অনুরূপ আরও একটি পতাকা বিক্রীর স্টল খোলা হয়েছে। জেলা প্রশাসন থেকে জনসাধারণকে উভয় স্টল থেকে জাতীয় পতাকা কিনে সবার বাসভবন, দোকানপাট ইত্যাদিতে তেরঙ্গা লাগানোর আবেদন জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button