কংগ্রেসের সত্যাগ্রহ করিমগঞ্জেও

করিমগঞ্জ : রাহুল গান্ধীর সাংসদ পদ খোয়া যাওয়ায় দেশজুড়ে আন্দোলন করছে কংগ্রেস৷ রবিবার ঘটনার প্রতিবাদ জানিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেছে করিমগঞ্জ কংগ্রেসও৷ এ দিন বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসিরা৷
বিতর্কিত মন্তব্যের জেরে লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদ হারিয়েছেন রাহুল গান্ধী৷ ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা ক্ষীণ৷
ঘটনার প্রতিবাদ জানিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেছে করিমগঞ্জ কংগ্রেস৷ এ দিন দলের জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে ইন্দিরা ভবনের সামনে সত্যাগ্রহ আন্দোলন করেন কংগ্রেসিরা৷ বেলা ১১টা-বিকেল ৩টা পর্যন্ত ধর্না কর্মসূচি পালন করেন তারা৷ এতে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন রজত৷
তিনি বলেন, মোদি দেশকে আম্বানিদের হাতে বিক্রি করে দিয়েছেন৷ এ নিয়ে আওয়াজ তোলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করেছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসী বুঝতে পারছেন মোদির হাতে দেশ সুরক্ষিত নয়৷ রাহুল গান্ধীর সঙ্গে অন্যায় করা হয়েছে৷ আমরা এর প্রতিবাদ চালিয়ে যাব, মন্তব্য করেন রজত৷
এ দিনের সত্যাগ্রহে অন্যদের মধ্যে ছিলেন তাপস পুরকায়স্থ, শুভঙ্কর দাস, প্রদীপ কুরি, সংঘমিত্রা দাস, জাকারিয়া আহমদ চৌধুরী, বজলুল চৌধুরী, রীনা চক্রবর্তী, অখিল তালুকদার, শুক্কুর আহমদ প্রমুখ৷