করিমগঞ্জ সিভিল হাসপাতালে আধার এনরোলমেন্ট কেন্দ্রের সূচনা

করিমগঞ্জ : করিমগঞ্জ সিভিল হাসপাতালে একটি নতুন আধার এনরোলমেন্ট কেন্দ্রের করেছেন জেলাশাসক মৃদুল যাদব৷ বুধবার এই কেন্দ্রটি উদ্বোধন করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার, করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিটেনডেন্ট ডা. লিপি দেব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মহম্মদ কৌশর আলম সহ বেশ কয়েকজন চিকিৎসক, হাসপাতালের কর্মী এবং আমজনতা৷
অনুষ্ঠানে জেলাশাসক স্বাস্থ্যসেবায় আধার পরিষেবার গুরুত্বের ওপর জোর দেন৷ তিনি জানান, ওই কেন্দ্রটি আধার এনরোলমেন্ট, আপডেট এবং আভা আইডি তৈরীর জন্য সুবিধা করে দেবে করিমগঞ্জের মানুষকে৷ এতে মানুষ অনেক উপকৃত হবেন৷ মানুষ যাতে মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবাগুলো গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করার জন্য আভা আইডি গুলির সঙ্গে আধার সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি৷
অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার সরকারি সেবাকে আরও সহজলভ্য করতে জেলা প্রশাসনের অঙ্গীকারের কথা এদিন তুলে ধরেন৷ সিভিল হাসপাতালে ওই আধার এনরোলমেন্ট কেন্দ্রের উদ্বোধন শুধুমাত্র আধার পরিষেবাগুলোকেই সহজতর করবে না বরং আভা আইডি তৈরিতেও সাহায্য করবে৷
করিমগঞ্জ সিভিল হাসপাতালে সুপারিটেনডেন্ট ডা. লিপি দেব হাসপাতাল চত্বরে কেন্দ্রটি স্থাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ বলেন, এই উদ্যোগটি রোগীদের আভা আইডি গুলোর সঙ্গে তাদের স্বাস্থ্য রেকর্ড লিঙ্ক করতে সাহায্য করবে৷ আরও দক্ষ স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করবে বলেও তিনি মন্তব্য করেন৷