Barak Valley

হাইলাকান্দিতে হর ঘর তিরঙ্গা-র শোভাযাত্রা জেলা জুড়ে

জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ আগস্ট: হাইলাকান্দি জেলা জুড়ে মঙ্গলবার হর ঘর তিরঙ্গা-র শুভ যাত্রা উৎসবের মেজাজে বের করা হয়। দেশ ভক্তির চেতনাকে মজবুত করতে জেলার শিক্ষাঙ্গনের ছাত্র-ছাত্রী, নাগরিক সমাজ, এসএইচজি কর্মকর্তারা শোভাযাত্রাগুলিতে জাতীয় পতাকা নিয়ে সামিল হন। জেলার মূল শোভাযাত্রাটি সকাল সাড়ে এগারোটায় ডিসি অফিস থেকে শুরু হয়। শহরে প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করে। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার এবং মঙ্গলবার দেশ ভক্তির শপথ গ্রহণ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা সামিল হয়। জেলার বিভিন্ন কার্যালয়ে থেকেও আধিকারিক্ ও কর্মচারীরা পৃথক পৃথক শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে সামিল হন। মাটিজুরি ফরেস্ট রেঞ্জ এলাকার অধীন লোহারবন্দে সেকেন্ড ব্যাটেলিয়ান কমান্ডার জওয়ানরা মঙ্গলবার জাতীয় পতাকা হাতে নিয়ে অনুরুপ এক শোভাযাত্রা বের করেন। এদিকে মঙ্গলবার বিকেলে গ্রামীন জীবিকা মিশনের আলগাপুর শাখার এসএইজজি-র কর্মকর্তা স্কুটি নিয়ে জাতীয় পতাকা সহযোগ জাতীয় সড়কের আলগাপুর এলাকায় এক শোভাযাত্রায় মিলিত হন। বিকেলে পুলিশ প্রশাসনের একটি জাতীয় পতাকা বাহি শুভযাত্রা ও শহর পরিক্রমা করে। মঙ্গলবার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ও দেশের শহীদদের স্মরণ করে ক্যানভাসে শিক্ষক-অশিক্ষার্থীরা স্বাক্ষর প্রদান করেন।

Show More

Related Articles

Back to top button