হাইলাকান্দির কৃত্রিম বন্যা : ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে খোঁজ নিলেন সাংসদ কৃপা

হাইলাকান্দি : দিল্লি থেকে এসেই হাইলাকান্দি শহরের জমা জল প্রত্যক্ষ করলেন সাংসদ কৃপানাথ মালা৷ পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে সঙ্গে নিয়ে৷ দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে বিজেপির টিকিটে ২য় বার বিজেপি হয়েছেন কৃপানাথ৷ বিজয়ী হয়েই তিনি চলে যান দিল্লি৷ তাছাড়া সতীর্থদের নিয়ে জম্মু ও কাশ্মীরে যান প্রমোদ ভ্রমণে৷ দিল্লি থেকে ফেরেন সোমবার৷ সোজা হাইলাকান্দি৷ আর হাইলাকান্দির মাটিতে পা রেখেই শহরের কৃত্রিম বন্যা সরাসরি প্রত্যক্ষ করতে চলে যান বিভিন্ন পৌর ওয়ার্ডে৷ পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে সঙ্গে নিয়ে কৃত্রিম বন্যায় শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১ নং ওয়ার্ডে সোজা চলে যান নবনির্বাচিত সাংসদ কৃপানাথ৷ জমা জলের মধ্য দিয়ে হেঁটে ঘুরে দেখে খোঁজ নেন কৃত্রিম বন্যায় জলে ডুবে যাওয়া পরিবারগুলোর৷ পুরো ওয়ার্ড ঘুরে দেখে চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে সঙ্গে নিয়ে সাংসদ কৃপানাথ মালা চলে যান আরেক ক্ষতিগ্রস্ত এলাকা লক্ষীশহরে৷ সেখানে বিজেপি শহর মণ্ডল বিজেপি সভাপতি রূপক বিশ্বাস সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে পুরো জলমগ্ন এলাকা ঘুরে দেখেন৷ তিনি জানিয়েছেন, হাইলাকান্দি শহরের নিকাশী ব্যবস্থা শীঘ্রই সমাধান হবে৷ আর এনিয়ে তিনি তৎপর রয়েছেন৷ জমা জল শহর থেকে বের করতে পরিকল্পনা হাতে নেওয়া হবে৷ পৌরসভার সহযোগিতায় শহরের প্রতিটি ওয়ার্ডের নালা নর্দমা পরিষ্কারে হাত দেওয়া হবে৷