Updates
হাইলাকান্দির লালাছড়ায় আধার এনরোলমেন্ট কেন্দ্র

জনসংযোগ, করিমগঞ্জ : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আধার কার্ড ইস্যু প্রক্রিয়া দ্রুত করতে লালাছড়ার বিবি মোদী হাইস্কুলে একটি আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলা হয়েছে। এই আধার এনরোলমেন্ট কেন্দ্রের ভেরিফাইয়ার হিসেবে কাজ করবেন অনুপ কুমার দাস। তাঁর সঙ্গে আধার অপারেটর হিসেবে কাজ করবেন নজমুল হোসেন লস্কর। জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।