Barak Valley
হাইলাকান্দির ১৯টি হাসপাতালে আজ থেকে স্বাস্থ্যসেবা উৎসব

জনসংযোগ, হাইলাকান্দি, ৫ এপ্রিল: স্বাস্থ্যপরিসেবার মান যাচাই করতে সারা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যসেবা উৎসব অনুষ্ঠিত হবে। জেলার ১৯ টি হাসপাতালে তিন দিনব্যাপী স্বাস্থ্য পরিষেবার মান মূল্যায়ন চলবে। এতে ইন্টারনাল এসে স্যার হিসাবে ৭ জন আধিকারিক, ইন্টারনাল এসেস্যার মেডিকেল ফ্যাকাল্টি থেকে আরও ৭ জন এবং স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সটার্নাল এসেস্যার হিসেবে আরও চার জন আধিকারিক থাকবেন তিনদিনের এই পরিষেবার মান যাচাই পর্বে। উল্লেখ্য রোগীদের সুরক্ষিত এবং গুণগত মানসম্পন্ন, কার্যকরী এবং উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা প্রদান সুনিশ্চিত করার জন্য এই স্বাস্থ্যসেবা উৎসব আয়োজন করা হয়েছে।