Barak Valley

হাইলাকান্দির ৭৫টি অমৃত সরোবরেও স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন

জনসংযোগ, হাইলাকান্দি, ২০ জুলাই : হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সর্বদলীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিডিসি এলডার্ড ফারহীন এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দিনটি পালনের জন্য সারাদিনব্যাপী কার্যসূচি প্রণয়ন করা হয়। কার্যসূচির মধ্যে থাকছে ভোরে শহরে স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগারের কয়েদি ও রোগীর মধ্যে ফলমূল বিতরণ, সরকারি ভবনে সন্ধ্যায় আলোকসজ্জা ইত্যাদি। সভায় অংশ নিয়ে জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার জয়দীপ শুক্লা জানান জেলার নবনির্মিত পঁচাত্তর টি অমৃত সরোবরেও এবার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জেলার প্রবীণ নাগরিক, সরকারি আধিকারিক, অগ্রণী সমাজ সেবী সংগঠন গুলির কর্মকর্তাদের উপস্থিতিতে সভাপতির ভাষণে ফারহীন রাজ্যে এক কোটি চারা গাছ রোপন সংক্রান্ত বিষয়ের উল্লেখ করে জানান যে হাইলাকান্দি জেলার ধলেশ্বর থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত জাতীয় সড়কের দুই পাশেও চারা গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। জেলায় কম করেও দুই লক্ষ চারা গাছ রোপনের জন্য তিনি প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। বলেন, জেলার আপামর জনসাধারণকে গাছ লাগানোর মত একটি মহৎ কর্ম প্রচেষ্টায় শামিল করতে জেলার প্রবীণ নাগরিক এবং সামাজিক সংগঠনগুলির কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷

Show More

Related Articles

Back to top button