Barak Valley
হাইলাকান্দি জেলা পরিষদে অ্যাকাউন্টস অফিসার বিশ্বজিৎ পাল

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ জুন : আসাম ফাইন্যান্স সার্ভিসের প্রবীণ অধিকারীক বিশ্বজিৎ পাল হাইলাকান্দি জেলা পরিষদের চিফ একাউন্টস অফিসার হিসেবে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন। তিনি করিমগঞ্জের ট্রেজারি অফিসার থেকে পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলা পরিষদে যোগ দিলেন। তবে হাইলাকান্দিতেও তিনি ট্রেজারি অফিসার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। রাজ্য সরকার সম্প্রতি এক নোটিফিকেশন জারি করে বিশ্বজিৎ পাল কে পদোন্নতি দিয়ে হাইলাকান্দি পাঠিয়েছেন। করিমগঞ্জে ট্রেজারি অফিসার হিসাবে যোগ দেওয়ার আগে তিনি শিলচরের কাছাড় ট্রেজারি ও ট্রেজারি অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। করিমগঞ্জের মূল ট্রেজারির অফিসার হিসাবে কাজ করার সময় তিনি একইসঙ্গে পাথারকান্দি ,বদরপুর এবং রামকৃষ্ণনগরের ট্রেজারিগুলিরও কাজ ট্রেজারি অফিসার হিসেবে সামলেছেন৷