Barak ValleyAssamNorth-East

হাইলাকান্দির আন্তঃরাজ্য সীমান্তে বর্ডার ফেস্টিভ্যাল

জনসংযোগ, হাইলাকান্দি : আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দি এলাকায় সীমান্ত উৎসব অনুষ্ঠিত হবে৷ রাজ্য সরকারের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী এই উৎসব চলবে৷ মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো এবং প্রদর্শনীর আয়োজন করা হবে৷

এছাড়া রাজ্য সরকারের বর্ডার প্রটেকশন এবং ডেভলপমেন্ট বিভাগের এক প্রতিনিধি দলও এই উৎসবে সামিল হবে৷ মঙ্গলবারের সভায় এই উৎসবের স্থান নির্ধারণের জন্য সরকারের এক প্রতিনিধি দলকে দায়িত্ব দেওয়া হয়৷ উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের ৩টি স্থানে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে৷ বাকি ২টি হচ্ছে কাজিরাঙ্গা ও তেজপুর৷

Show More

Related Articles

Back to top button