Barak Valley

১ লা সেপ্টেম্বর শ্রীভূমি সফরে মুখ্যমন্ত্রী

শ্রীভূমি, ৩০ আগষ্ট : আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ১ সেপ্টেম্বর, সোমবার শ্রীভূমি জেলা সফর করবেন। সোমবার সকাল ১০টায় মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলার পাথারকান্দিস্থিত আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। তারপর সকাল ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত পাথারকান্দি মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন। এরপর ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত পাথারকান্দির মুন্ডুমালা খেলার মাঠে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের “মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোমিতা অভিযান” অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং এর সূচনা করে ভাষণ প্রদান করবেন। ১২টা ১০ মিনিটে মুন্ডুমালা থেকে প্রস্থান করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যোগে শিলচর বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবগতির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রীভূমি জেলা সফর সম্পর্কে জানানো হল।

Show More

Related Articles

Back to top button