Barak Valley
২০ ও ২১ এপ্রিল সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতি সুনিশ্চিত করতে নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : লোকসভা নির্বাচন ২০২৪ উপলক্ষে করিমগঞ্জ জেলায় নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালনের নিযুক্তিপত্র পার্সোনাল সেল থেকে সময়ে সময়ে প্রদান করা হচ্ছে বলে করিমগঞ্জের জেলা আয়ুক্ত জেলায় রাজ্য সরকারের অধীনস্থ সব কার্যালয়, পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এক পত্রযোগে অবগত করেছেন। এতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওই নিযুক্তিপত্রগুলি যাতে সময় মত নির্বাচনী কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের হাতে পৌঁছানো সম্ভব হয় তার জন্য সরকারি ছুটির দিনে অর্থাৎ ২০ ও ২১ এপ্রিল তাদের কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতি সুনিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে। এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা আয়ুক্তের পত্রে উল্লেখ করা হয়েছে।