Barak Valley

২০ হাজার টাকার ইয়াবা সহ আটক যুবক

বাজারিছড়া : নেশা বি‌রো‌ধি অ‌ভিযা‌নে বড়সড় সাফল‌্য পেয়েছে করিমগঞ্জের বাজা‌রিছড়া পু‌লিশ। পুলিশ সুপার পার্থপ্রতিম দা‌সের আগাম খব‌রের ভি‌ত্তি‌ত্বে শ‌নিবার দুপু‌রে বাজা‌রিছড়া পু‌লি‌শের এক‌টি দল সলগই বাজার এলাকার ডেঙ্গারবন্দ গ্রা‌মের পেট্রল পা‌ম্পের সাম‌নে থে‌কে এক যুবক‌কে আটক ক‌রলে সাফল‌্য পায়। ধৃ‌তের ব‌্যাগ থে‌কে কু‌ড়ি‌টি প‌্যা‌কে‌টে কু‌ড়ি হাজার নি‌ষিদ্ধ ইয়াবা টেব‌লেট বা‌জেয়াপ্ত হয় ।বা‌জেয়াপ্ত নেশা সামগ্রীগু‌লোর কা‌লোবাজারী মুল‌্য প্রায় কো‌টি টাকার মত হ‌বে ব‌লে ধারনা পু‌লি‌শের।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুব‌কের নাম আবুল হো‌সেন।বা‌ড়ি বারইগ্রা‌মের ছা‌লেপুর গ্রা‌মে। জানা গে‌ছে এ‌দিন ধৃত যুবক‌ নেশা সামগ্রীগু‌লো নি‌য়ে এক‌টি ছোট বাহ‌নে ক‌রে সলগই বাজা‌রে পৌ‌ছায় । প‌রে সে টের পে‌য়ে যায় যে তার পিছু কর‌ছে পু‌লিশ। এ‌তে সে গা‌ড়ি‌টি বদল ক‌রে তার সহ‌যোগী‌দের বাইকে চে‌পে হা‌তি‌খিরা বাইপাস সড়‌কে পৌ‌ছে পুনরায় আট নং জা‌তিয় সড়‌কের পাশ ধ‌রে পা‌য়ে হাট‌তে শুরু ক‌রে। তখন তা‌কে বাজা‌রিছড়া থানার ও‌সি নিলভ‌জ্যোতি নাথ দলবল নি‌য়ে আটক ক‌রেন। প‌রে তার কাছ থে‌কে ইয়াবা টেব‌লেট সহ এক‌টি মোবাইল সেট এক‌টি ড্রাই‌ভিং লাই‌সেন্স বা‌জেয়াপ্ত হয়।‌ শে‌ষে দুজন স্থানীয় বি‌শিষ্ট নাগ‌রিক‌দের সাম‌নে ধৃ‌তকে আটক ক‌রে থানায় নি‌য়ে যায় পু‌লিশ।ধারনা করা হ‌চ্ছে এই যুবক‌টি ড্রাগসগু‌লো স্থানীয় বাইপাস সড়‌কে অন‌্য কোন পা‌র্টির হা‌তে সম‌ঝে দি‌তে এ‌সে‌ছিল।আটক যুবক‌কে রাতভর থানায় আট‌কে রে‌খে র‌বিবার এন‌ডি‌পিএস ধারায় জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ কর‌বে পু‌লিশ।

Show More

Related Articles

Back to top button