Barak Valley

২১শে জুলাই শহিদ দিবস পালনের প্রস্তুতি করিমগঞ্জে

করিমগঞ্জ : বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা সমিতির সভানেত্রী শিবানী বিশ্বাসের লঙ্গাই রোডের বাসভবনে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সমিতির সদস্য বিষ্ণুপদ নাগের লিখিত পরিপ্রেক্ষিতে উপস্থিত সকল সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন৷

বিষ্ণুপদ নাগ সভায় জানান, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে জনাকয়েক ব্যক্তি করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের কাছে তার বিরুদ্ধে মিথ্যা মনগড়া বক্তব্য লিখে খোলা চিঠি ছাপিয়ে বিলি করেন৷ এতে তার সামাজিক ভাব মূর্তি নষ্ট হয়েছে৷ তিনি বলেন, যে জমি ও বাড়ি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর প্রতিবেশী ডাঃ মণিশঙ্কর দাশগুপ্ত ও তার স্ত্রী শিখা দাশগুপ্তের সঙ্গে মতানৈক্য হয়৷ ওই খোলা চিঠি সভায় উপস্থিত সবাই পাঠ করেন৷

এ নিয়ে সমিতি মনে করে,এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধ বা মতানৈক্য৷ বিষ্ণুপদ নাগকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে করিমগঞ্জ শহরের কিছু ব্যক্তি খোলা চিঠির মাধ্যমে সাংস্কৃতিক জগতে বিষ্ণুপদ নাগকে বয়কট করার আবেদন জানায়৷ ব্যক্তিগত এই বিবাদ নিরসনের জন্য যে কোন পক্ষ প্রশাসন বা আইনের দ্বারস্থ হতে পারেন৷ কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এভাবে খোলা চিঠি বিলি করা নিন্দনীয় বলে সভা মত প্রকাশ করা হয়৷

এদিকে, আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে সকাল ৮:৩০টায় জেলাশাসকের বাসভবনের সম্মুখে থাকা শহিদ বেদিতে মাল্যদান, শহিদ তর্পণ ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠিত হবে৷ এতে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির সব সদ্স্যের উপস্থিতি কামনা করা হয়েছে৷ উপস্থিত ছিলেন সভানেত্রী শিবানী বিশ্বাস, সম্পাদক স্বপন বণিক, নন্দন কুমার নাথ, সঞ্চিতা ভট্টাচার্য, বিষ্ণুপদ নাগ, দেবজ্যোতি চক্রবর্তী, নির্মাল্য দাস, প্রতিমা শুক্লবৈদ্য প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button