Barak Valley

২৪শে বরাক সফরে মুখ্যমন্ত্রী

শিলচর, ১৭অক্টোবর: দু’দিনের সফরসূচি নিয়ে আগামী ২৪ অক্টোবর বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

জানা গেছে, ২৪ অক্টোবর শিলচরে পৌঁছে তিনি মহিলা উদ্যমিতা যোজনার অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর রামকৃষ্ণনগরে গিয়ে যোগ দেবেন এই যোজনারই অন্য এক অনুষ্ঠানে। রামকৃষ্ণনগর থেকে ফিরে এসে রাত কাটাবেন শিলচরে। পরদিন সকালে লক্ষ্মীপুরে গিয়ে সেখানে যোগ দেবেন মহিলা উদ্যমিতা যোজনার অনুষ্ঠানে। লক্ষ্মীপুরের অনুষ্ঠান শেষে তিনি ফিরে যাবেন গুয়াহাটিতে।

Show More

Related Articles

Back to top button