Barak Valley

৩য় সোমে ত্রিপুরারি শিবের আরাধনায় মাতল করিমগঞ্জ

করিমগঞ্জ : ত্রিপুরারি শিবের পুজোর ধুম লেগেছে শ্রাবনের সোমবারে৷ করিমগঞ্জ শহরের শিব মন্দিরগুলোতে প্রথম দুই সোমবারের মতো আজ ৩য় সোমবারও ভিড় দেখতে পাওয়া যায় শিব ভক্তদের৷ এদিন সকালে শ্রীশ্রী রাধামদনমোহন জিউর মন্দিরের হরিশ্বর মহাদেব মন্দির থেকে ভক্তদের এক শোভাযাত্রা বের হয়৷ এতে মহিলাদের সংখ্যাই ছিল বেশি৷ শহরের রায়পট্টি, ব্রিজ রোড, রামকৃষ্ণ মিশন রোড হয়ে কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট থেকে জল নিয়ে ডাকবাংলো রোড দিয়ে মন্দিরে ফিরে আসেন তাঁরা৷ এরপর হরিশ্বর শিবমন্দির পরিক্রমা করে ভগবান শিবের মাথায় জল ঢালেন তারা৷ এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্দির কমিটির সভাপতি শ্যামল রায় ও সম্পাদক গৌতম দাস৷

Show More

Related Articles

Back to top button