Barak Valley
হাইলাকান্দিতে রেশনের কেরোসিন বরাদ্দ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ মে : হাইলাকান্দি জেলায় এপ্রিল, মে এবং জুন মাসের রেশনের কেরোসিন (এস কে অয়েল) বরাদ্দ করা হয়েছে। সরবরাহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ন্যায্য মূল্যের দোকান মারফত খাদ্য সুরক্ষার কার্ড প্রতি ৫০০ মিলিলিটার (অর্ধেক লিটার)এবং হকার মারফত খাদ্য সুরক্ষার কার্ড প্রতি ১৭২ মিলিলিটার করে বন্টন করা হবে। এপ্রিল, মে ও জুন মাসে জেলার শহর এবং গ্রামাঞ্চলে বন্টনের এই হার সমান থাকবে।