Barak Valley

৩০ নভেম্বর পর্যন্ত কৃষি রাজস্ব আদালত

জনসংযোগ, শ্রীভূমি, ৭ অক্টোবর : অসম সরকারের কৃষি ও ভূমি নথি সঞ্চালকালয়ের নির্দেশনা অনুসারে শ্রীভূমি জেলার প্রতিটি রাজস্ব চক্রে কৃষি রাজস্ব আদালতের শিবির আয়োজন করা হচ্ছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে এই শিবির শুরু হয়েছে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজস্ব চক্রে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে।

এই শিবিরে জমি সংক্রান্ত মিউটেশন, ভূমি ও রাজস্ব সম্পর্কিত সমস্যা নিষ্পত্তি ছাড়াও কৃষকের মোবাইল নম্বরকে আধার ও ফার্মারস্ রেজিস্ট্রির সঙ্গে সংযুক্ত করার কাজ সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি রাজস্ব চক্রে কৃষি ও রাজস্ব বিভাগের আধিকারিকরা উপস্থিত থাকছেন।

শিবিরের সময়সূচি অনুযায়ী শ্রীভূমি সদর রাজস্ব চক্র, নিলামবাজার রাজস্ব চক্র, বদরপুর রাজস্ব চক্র, পাথারকান্দি রাজস্ব চক্র ও রামকৃষ্ণনগর রাজস্ব চক্রে শিবির চলছে।

প্রতিটি কেন্দ্রে কৃষি দপ্তরের আধিকারিক এবং রাজস্ব আধিকারিকরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

এতে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আযুক্ত জানিয়েছেন, কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করা হচ্ছে।

এতে শ্রীভূমি জেলার কৃষকদের নির্ধারিত সময়ে শিবিরে উপস্থিত থেকে নিজেদের নিবন্ধন সম্পূর্ণ করতে আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button