AssamBarak Valley

৩ বাংলাদেশিকে পুশব্যাক করিমগঞ্জ সীমাম্তে

গুয়াহাটি : তিনজন বাংলাদেশিকে পুশব্যাক করিমগঞ্জ সীমাম্তে৷ মঙ্গলবার রাত ১২:৫০ মিনিটে৷ করিমগঞ্জ পুলিশ এদের ভারত-বাংলাদেশ সীমান্তে ধরেছে৷ এবং এদের ফেরৎ পাঠিয়েছে পুলিশ৷ বুধবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দিসপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন৷ তিনি বলেন, সীমান্তে আমাদের পাহারা ব্যবস্থা অনেক কঠোর৷ এই ৩ জনের নাম মহম্মদ জুবাইর শেখ, জুয়েল শেখ এবং রুমা খাতুন৷ করিমগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ করিমগঞ্জে আমরা পাহারা ব্যবস্থা কঠোর করে তুলেছি৷ পুলিশি জেরা এরা জানায়, বাংলাদেশে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে৷ কাপড়ের ইন্ডাস্ট্রি বন্ধ বাংলাদেশে৷

Show More

Related Articles

Back to top button