করিমগঞ্জে চুরি-ছিনতাই ঠেকাতে এসপিকে স্মারকপত্র হিন্দুরক্ষী দলের

করিমগঞ্জ : সীমান্ত শহর করিমগঞ্জে বিগত মাস কয়েক থেকে প্রতিদিন থেকে চুরি, ছিনতাই সহ নানা অপকর্মের ঘটনায় আতঙ্কিত শহরবাসী । প্রতি রাতেই শহরের কোন না এলাকায় পালা করে হানা দিচ্ছে নিশিকুটুম্বর দল । একের পর এক ঘটনা ঘটে গেলে এতে নিরুপায় সদর পুলিশ ।
শহরবাসীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে তোলার পাশাপাশি চুরি কান্ডে জড়িত দুর্বৃত্তদের আটক করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আজ শুক্রবার করিমগঞ্জের পুলিশ সুপারের দ্বারস্থ হলেন করিমগঞ্জ জেলা হিন্দু রক্ষী বাহিনীর কর্মকর্তারা ।
শুক্রবার এনিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় । একই সঙ্গে শহরের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়ে পাশাপাশি চুরি ছিনতাই রুখতে শহরে সিসি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে । প্রতিনিধি দলে ছিলেন সংঘটনের খুকন রায়, দীপক দেব, ধীরাজ ভট্টাচার্য প্রমুখরা ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘটনের কর্মকর্তারা বলেন, ইদানিং বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে করিমগঞ্জ শহরে । কিন্তু একটু ঘটনার সুরাহা করতে পারেনি পুলিশ । বলেন, কিছুদিন আগে অটো রিক্সা চুরি হওয়ার ঘটনা নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ধর্ণা শেডে ধর্ণায় বসেছিলেন অটো রিক্সার মালিকরা । ঘটনায় দুইজনকে আটক করা হলে এখন অবধি উদ্ধার হয়নি চুরি হওয়া অটো রিক্সাটি । বাধ্য হয়ে আজ ফের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাত্ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ।