ডিসিকে স্মারকপত্র খিলঞ্জিয়া সুরক্ষা মঞ্চের

লোয়াইরপোয়া : ডিলিমিটেশনের বিরুদ্ধে পাথারকান্দি থেকে প্রায় ৩৫ কিলোমিটার পথ পদযাত্ৰা করে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে করিমগঞ্জে জেলাশাসকের হাতে স্মারকপত্র প্রদান করতে গিয়ে স্থানে স্থানে পুলিশের হাতে আটক হয়েছেন বরাকভ্যা্লি খিলঞ্জিয়া সুরক্ষা মঞ্চের প্ৰায় ৩০ জন কর্মী।
পূর্ব নির্ধারিত কর্মসূচি আজ সোমবার সকাল আটটা নাগাদ মোতাবেক সুরক্ষা মঞ্চের প্রায় দেড় শতাধিক পুরুষ ও মহিলা হাতে ফেস্টুন-ব্যানার নিয়ে পাথারকান্দি ও আসিমগঞ্জ এলাকা থেকে করিমগঞ্জে জেলাশাসক কার্যালয়ের উদ্দেশ্যে বৃষ্টিকে উপেক্ষা করে রওয়ানা হন। প্রথমে তাঁদেরকে সহায়তা করে স্থানীয় পুলিশ। এক সময় পদযাত্রীরা পৌঁছে যান সুপ্রাকান্দি পর্যন্ত। তখন হঠাত্ করে একদল পুলিশ রণংদেহী মেজাজে আটক করে যুব কংগ্রেস নেতা প্রতাপ সিনহা ও অন্যদের।
পরে সংগঠনের অন্য কর্মীরা পোয়ামারা পর্যন্ত এগিয়ে এলে নিলামবাজার পুলিশ পাথারকান্দির আরেক সংগ্রামী নেতা বিশ্বজিত্ সিনহা সহ অন্যদের আটক করে নিয়ে যায়। তবে এর মধ্যেও পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে খিলঞ্জিয়া মঞ্চের অন্য প্রায় শতাধিক কর্মী সমর্থকরা প্রায় সাত ঘণ্টা পায়ে হেঁটে বিকাল সাড়ে চারটা নাগাদ জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তাঁরা ডিলিমিটেশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে লেখা স্মারকপত্র জেলাশাসক মৃদুল যাদবের হাতে তুলে দেন।
এদিকে বিকেল সাড়ে পঁচটা নাগাদ আটক প্রায় ৩০ জন প্রতিবাদীকে মুচলেকা নিয়ে মুক্ত করে দিয়েছে পুলিশ।