Barak Valley

শিবরাত্রি পালনের প্রস্তুতি, সেজে উঠেছে করিমগঞ্জের মন্দির

করিমগঞ্জ : এবার শিবরাত্রি নিয়ে এক ধন্দ তৈরি হয়েছে৷ কবে শিবরাত্রি পালিত হবে, শুক্রবার নাকি পরদিন শনিবার, এ নিয়ে সবার মনে প্রশ্ন৷ করিমগঞ্জ জেলা পুরোহিত সম্মিলনীর সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, এবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ মার্চ শুক্রবার, রাত ৯:৫৭ মিনিটে৷ চতুর্দশী তিথি শেষ হচ্ছে পরদিন ৯ মার্চ শনিবার, সন্ধ্যা ৬:১৭ মিনিটে৷ তবে শিবরাত্রি মূলত নিশি পালনের ব্রুত পুজো৷ আর নিশিপালন করলে করতে হবে শুক্রবারই৷ কেননা, শুক্রবার রাতেই থাকছে চতুর্দশী তিথি৷ নিশিপুজোর সময় শুক্রবার রাত ১২:০৭-১২:৫৬ মিনিটে৷ পরদিন শনিবার অর্থাৎ ব্রুত পালন৷ শনিবার সকালে ভক্তরা শিবপুজো ও শিবের মাথায় জল ঢালা বা উপোস করে ব্রুত পালন করেন৷ কিন্তু নিশি মুহূর্ত সেদিন পাওয়া যাচ্ছে না বলে জানান রামকৃষ্ণ চক্রবর্তী৷

এদিকে শুক্রবার মহাশিবরাত্রি৷ শিবচতুর্দশী পালনের লক্ষ্যে সেজে উঠেছে শহর করিমগঞ্জের বিভিন্ন শিব মন্দির৷ ফুলের মালা দিয়ে মন্দির প্রাঙ্গণকে যেমন সাজিয়ে তোলা হয়েছে, তেমনই মহাদেবকে পুজো দিতে এসে ভক্তদের যাতে দুর্ভোগে পড়তে না হয়৷ সেজন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন মন্দির কমিটির কর্মকর্তারা৷ শহর করিমগঞ্জের শিববাড়ি রোড, মেন রোড মন্দিরে যেমন পুজো হবে৷ তেমনই টাউন কালীবাড়ি, কালীমহাবীর বাড়ি, সেটেলমেন্ট কালীবাড়ি, লঙ্গাই রোড কালীবাড়ি, এবং সুভাষনগর ও ব্রজেন্দ্র রোড শ্মশান কালীবাড়িকে সাজিয়ে তোলা হয়েছে শিবরাত্রি উপলক্ষে৷ শহরের মেন রোডের ঐতিহ্যবাহী শ্রীভূমি শিব মন্দিরে বহু বছর ধরে পুজো হয়ে আসছে৷ এবারও মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে৷

শুক্রবার গোটা রাত এবং শনিবার দিনে পুজো অনু্ষ্ঠিত হবে৷ ভক্তরা অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ গ্রহণ করবেন৷ পুজো উপলক্ষে শিব মন্দিরের চারপাশকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে৷ বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে সারিবদ্ধভাবে মহিলারা পুজো দিতে পারেন৷ আলোকসজ্জায়ও সেজে উঠেছে মন্দির৷

Show More

Related Articles

Back to top button