বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দোহালিয়ার এক রবার গুদাম

পাথারকান্দি : বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত দোহালিয়ার ভৌমিক পরিবারের একটি রবার গুদাম। এ ঘটনায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেয়েছেন গুদাম-মালিক।
বৃহস্পতিবার ভোররাত আনুমানিক একটা নাগাদ পাথারকান্দি থানাধীন ফরিদকোণা-দোহালিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর দোহালিয়া বাজার সংলগ্ন বিজয়কৃষ্ণ ভৌমিকের রবার গুদামে আগুন ধরে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুদাম-মালিক ঘটনাস্থলে পৌঁছে নিজের চোখের সামনে নিজের গুদাম পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন।
ততক্ষণে খবর পেয়ে পাথারকান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন অকুস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দু ঘণ্ট প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই গুদামে মজুত বিপুল পরিমাণের রবার পুড়ে গেছে।
বিষয়টি পাথারকান্দি থানায় জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই খবর লেখা পর্যন্ত রবার গুদামে আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয়।