কৃপানাথকে জয়ী করার আহ্বান বিধায়ক কৃষ্ণেন্দুর

মহাসভার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক
পাথারকান্দি : পাথারকান্দির বুরঙ্গা জিপির গোকিলা গ্রামে জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহার বাসভবনে ‘নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা’র শীর্ষ কর্তাদের সঙ্গে আগামী লোকসভা নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷
সভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের উন্নয়নের জন্য বিজেপি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বিধায়ক৷ পাশাপাশি এই সমাজের বিভিন্ন সমস্যাবলির সমাধান সহ যে-সব দাবি এখনও পূরণ হয়নি তা আগামীতে ক্রমশ পূরণ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেন কৃষ্ণেন্দু পাল৷
তিনি বলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বিষ্ণুপ্রিয়া সমাজের সার্বিক উন্নয়নে বিশেষ নজর রয়েছে৷ এজন্য বিজেপির হাতকে আরও মজবুত করার আহ্বান জানান বিধায়ক৷ তিনি গোটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজকে আসন্ন লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করার আবেদন রাখেন৷ সভায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার পক্ষে বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে তুলে ধরা হয় বিধায়কের কাছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন ‘নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা’র কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিনহা, অসম রাজ্যিক সভাপতি তরুণ কুমার সিনহা সহ মহাসভার অন্যান্য পদাধিকারী, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিশিষ্ট জনেরা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব৷