Barak Valley
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড করিমগঞ্জের পাথারকান্দি, বসতঘর-হারা বহু পরিবার

পাথারকান্দি : শুক্রবার মধ্যরাতে প্রবল বেগে ধাবিত ঘূর্ণিঝড়ের রোষানলে পড়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সহ আশপাশ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূৰ্ণিঝড়ে এলাকার বহু গৃহস্থের বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে, তো বহু ঘরের ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বহুজন।
এছাড়া স্থানে স্থানে বিদ্যুৎ পরিবাহী খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে বহু এলাকা অন্ধকারে ডুবে আছে।
বেশি ক্ষতি হয়েছে জুড়বাড়ি-ডেফলআলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড অর্থাৎ পুরান চাঁদপুরের বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নানের। ঘূর্ণিঝড়ে তছনছ করে দিয়েছে তার সম্পূর্ণ বসতঘর। বৃষ্টির জলে ভিজে নষ্ট হয় তার ঘরের বিছানা, আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র। ফলে স্ত্রী-সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।