Barak ValleyAssamNorth-East

সিপাহি বিদ্রোহের স্মৃতি বিজড়িত মালেগড় শহিদদের শ্রদ্ধাঞ্জলি ১৮ ডিসেম্বর

লাতু : প্রতি বছরের মতো এবারও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক লাতু মালেগড় টিলায় শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে ১৮ ডিসেম্বর৷ এজন্য সাজিয়ে তোলা হচ্ছে টিলা চত্বর৷ অনুষ্ঠানের আয়োজনে রয়েছে জেলা প্রশাসন, পাটকাই ট্রেকার্স৷ সহযোগিতায় রয়েছে BSF 16th BTLN.

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন জেলাশাসক মৃদুল যাদব, SP পদ্মনাভ বরুয়া, BSF 16th BTLN. সেকেন্ড-ইন-কমান্ড নরেন্দ্র রুবিয়া, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ASTC চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ৷

অনুষ্ঠানসূচিতে রয়েছে পুষ্পাঞ্জলি অর্পণ, ১৬৪টি প্রদীপ প্রজ্বলন, BSF-র গার্ড অফ অনার, সর্বধর্ম প্রার্থনা সভা, দেশাত্মবোধক সঙ্গীত সহ অলোচনা সভা৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছে পাটকাই ট্রেকার্স৷

Show More

Related Articles

Back to top button