Barak Valley

দুর্গা বাহিনীর ৭ দিনের প্রান্ত প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করিমগঞ্জে

করিমগঞ্জ : সোমবার সন্ধ্যা ৬:৩০টায় করিমগঞ্জস্থিত সরস্বতী স্কুলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্তের অধীন দুর্গা বাহিনীর ৭ দিনের শৌর্য প্রশিক্ষণ বর্গ৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্গের উদ্বোধন করেন অখিল ভারতীয় মাতৃ শক্তির সুনিতা গর্গ সহ অন্য বিশিষ্ট জনেরা৷

এসময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ দেব, মাতৃশক্তি ক্ষেত্র সহ সংযোজিকা সুমিতা চৌধুরী, প্রান্ত সহ-সভাপতি বিজিতকুমার দাস, প্রান্ত সম্পাদক সমীর দাস, প্রান্ত কার্যকরনি সদস্য সমর ঘোষ, সামাজিক সমরসতার শৈলেন দাস প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রাবণী রায়ের সভাপতিত্বে বৌদ্ধিক অর্থাৎ বক্তব্য প্রদান করেন প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দেব সহ আমন্ত্রিত অতিথিরা৷

প্রত্যেকেই লভ জেহাদের কুফল নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সন্তানদের সংস্কারের মাধ্যমে এর থেকে প্রতিকার পাওয়া যাবে বলেও মন্তব্য করেন৷ দুর্গা বাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে মায়েদের এমন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরও অন্য বিষয়ে পারদর্শী করে তোলা হবে বলেও জানান বক্তারা৷

বরাক উপত্যকার ৩ জেলা সহ ডিমা হাসাও অঞ্চলের প্রায় ৬৭ জন মেয়ে এই প্রশিক্ষণ বর্গে অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করবেন৷ এদিন প্রশিক্ষণ বর্গে উদ্বোধনী অনুষ্ঠানে প্রান্ত স্তরের সব কার্যকর্তা ছাড়াও বিভিন্ন জেলার কার্যকর্তা উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button