Barak Valley

করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বন্যা-পরবর্তী পশু ও মৎস্য স্বাস্থ্য শিবির

জনসংযোগ, করিমগঞ্জ, ১০ জুলাই : করিমগঞ্জ জেলায় বন্যার ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে এবং করিমগঞ্জ জেলা পশুচিকিৎসা কার্যালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ জুলাই, বুধবার বদরপুর রাজস্ব চক্রের চরগোলা ঘোড়ামারা গ্রামে বন্যা-পরবর্তী পশু ও মৎস্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. পুলকাভ চৌধুরী, জেলা ভেটেরিনারি অফিসার ড. মইন উদ্দিন আহমেদ , ডা. জয়শিখ সোনোয়াল বিষয় বিশেষজ্ঞ (প্রাণী বিজ্ঞান) এর উপস্থিতিতে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ডা. দেবজিৎ দেকারি, বিষয়বস্তু বিশেষজ্ঞ (মৎস্য বিজ্ঞান) এবং ডাঃ কেলিসন বসুমাতারী ভেটেরিনারি অফিসার, কালীগঞ্জ অংশ গ্রহণ করেন। উদ্বোধনকালে ড. আহমেদ বন্যার সময় পশুর রোগ এড়াতে খামারিদের গবাদিপশুকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরামর্শ দেন এবং গর্ভবতী মহিলাদের তাজা গরুর দুধ দেওয়ার পরামর্শ দেন। তিনি খামারের মহিলাদের জীবিকার জন্য মুরগি, হাঁস ও ছাগল পালনের পরামর্শ দেন। ড. পি. চৌধুরী তার উদ্বোধনী বক্তব্যে কৃষকদের বন্যা সহনশীল ধানের জাত রঞ্জিত সাব-১ গ্রহণের পরামর্শ দেন। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য তিনি ডাল, তৈলবীজ ও সবজি চাষ করে দ্বিগুণ ফসল পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন। তিনি হাঁস ও মাছ, পুকুর ভিত্তিক চাষ পদ্ধতির মতো সমন্বিত চাষ পদ্ধতির মডেল গড়ে তোলার পরামর্শ দেন। উদ্যানের উৎপাদন বৃদ্ধির জন্য তিনি স্থানীয় টমেটোর পরিবর্তে আরকা-রক্ষক, আরকা-আবেদ জাতের টমেটো চাষের পরামর্শ দেন। এত দেবজিৎ দেকারি মাছের রোগ ও ব্যবস্থাপনা সম্পর্কেও সচেতনতা তৈরি করেন। ডা. সোনোয়াল এবং ডা. বসুমাতারী উন্নত জাতের গবাদি পশুর প্রতিষেধক ব্যবস্থা যেমন টিকা, কৃমিনাশক এবং কৃত্রিম প্রজননের উপর জোর দেন। তারা রোগাক্রান্ত পশুদের জন্য ঔষধি সহায়তা এবং খাদ্যের পরিপূরক নির্ধারণ করেন।

Show More

Related Articles

Back to top button