Barak Valley

ছাত্র মারপিটের ঘটনায় দ্বিতীয় দিনেও আন্দোলনে উত্তপ্ত পাথারকান্দি

পাথারকান্দি : পাথারকান্দিতে কমরুল হক জুনিয়র কলেজের শিক্ষক কর্তৃক ছাত্র প্রহারের ঘটনার আজ ২য় দিনেও উত্তপ্ত হল পাথারকান্দি৷ ঘটনার প্রতিবাদে আজ অভিযুক্ত ৩ শিক্ষকের মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করায় রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে৷ ফলে এনিয়ে একদিকে আজ পাথারকান্দির তিনখালে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধে বসে পড়ুয়ারা৷

অন্যদিকে, আটক হওয়া শিক্ষককে মুক্তির দাবিতে পাথারকান্দি থানায় বিক্ষোভ প্রদর্শন করে একদল পড়ুয়া৷ হঠাৎ করে এই জাতীয় সড়ক অবরোধের ফলে সড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়৷ যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছে৷

খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসেন সার্কল সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা৷ তাদের সঙ্গে খানিকটা বাকবিতণ্ডা হয় হয় অবরোধকারীদের৷

তারা বলেন, অভিযুক্ত বাকি শিক্ষকদের গ্রেফতার না করলে কোনওভাবেই অবরোধ তোলা যাবে না৷ ছাত্র বিক্ষোভে পরিস্থিতি যাতে অন্য মোড় না নেয় তারজন্য প্রশাসনের পক্ষ থেকে addnl. SP. প্রতাপ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ সহ অসামরিক বাহিনী নামানো হয়৷ পরে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর আনুমানিক দুটোয় অবরোধমুক্ত হয়৷

Show More

Related Articles

Back to top button