EntertainmentBarak Valley
করিমগঞ্জে কিশোর কুমার স্মরণে সঙ্গীতানুষ্ঠান ৪ আগস্ট

করিমগঞ্জ : প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে করিমগঞ্জে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ‘সঙ্গীত প্রেমীর দল’৷ আগামী ৪ আগস্ট রবিবার স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৬টার অনুষ্ঠান শুরু হবে৷ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও শিলচর, গুয়াহাটির বিশিষ্ঠ শিল্পীরা অংশগ্রহণ করবেন৷ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন ‘সঙ্গীত প্রেমীর দল’-র পক্ষে অরূপ রতন দাস৷