Barak Valley

শুক্রবার করিমগঞ্জ জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির সূচনা করা হল

জনসংযোগ, করিমগঞ্জ, ২ আগষ্ট : করিমগঞ্জ জেলার পাথারকান্দি ভিতরগুল ১০এইচএ নার্সারিতে শুক্রবার সকাল ১১টায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি যুগান্তকারী কার্যসূচি অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪ করিমগঞ্জ জেলায় উদ্বোধন করা হয়েছে। এই উচ্চাভিলাষী উদ্যোগটি রাজ্য জুড়ে ৩ কোটি বাণিজ্যিক গাছের চারা রোপণের সাথে করিমগঞ্জ জেলা থেকে ৮ লক্ষ চারা গাছ রোপন করা হবে। এই আন্দোলন হল একটি জন আন্দোলন যাতে আত্মসহায়ক গোষ্ঠী বা এসএইচজি, স্কুল, কৃষক, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ জড়িত।

অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪-এর দ্বৈত উদ্দেশ্য হল পরিবেশ উন্নত করা এবং আসামের বৃক্ষ-ভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করা। এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায়, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আসামের জনগণের জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেয় এবং একটি সবুজ এবং স্বাস্থ্যকর আসাম গড়ে তুলতে সহায়তা করবে। এতে করিমগঞ্জ জেলায় ৮ লক্ষ চারা রোপণ করতে বিভিন্ন সম্প্রদায় এবং প্রতিষ্ঠানকে জড়িত করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। ব্যাপক অংশগ্রহণ এবং মালিকানা নিশ্চিত করতে ৮ লক্ষ চারাগুলির মধ্যে ৭ লক্ষ এসএইচজি, স্কুল, কৃষক, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের বিতরণ করা হবে।

অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন করিমগঞ্জ জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪ চালু করা হয়েছে। এই উদ্যোগটি কেবল একটি সবুজ পরিবেশের দিকে একটি পদক্ষেপ নয়, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য উৎসাহও বটে। এই আন্দোলনে সম্প্রদায়কে সম্পৃক্ত করার মাধ্যমে জনগণের মধ্যে দায়িত্ববোধ ও ঐক্য গড়ে উঠবে। একইসাথে আসামের জন্য একটি টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যত গড়ে উঠবে।

এদিনের অনুষ্ঠানে ডিএফও চিরঞ্জীব পি জৈন অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪ পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নের একটি অঙ্গীকার বলে জানান। তিনি বলেন আজ যে বাণিজ্যিক গাছের চারা রোপণ করা হবে তা ভবিষ্যতের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠবে। এই উদ্যোগ আমাদের সবুজ আবরণ উন্নত করবে, জীববৈচিত্র্যকে সমর্থন করবে এবং আমাদের সম্প্রদায়কে অর্থনৈতিক সুবিধা প্রদান করবে। তিনি আরও বলেন আমরা এই রূপান্তরমূলক আন্দোলনের অংশ হতে পেরে গর্বিত।অনুষ্ঠানে জানানো হয় অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪ হল আসাম সরকার কর্তৃক সূচিত একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযান। এই কর্মসূচির লক্ষ্য হল রাজ্য জুড়ে ৩ কোটি বাণিজ্যিক গাছের চারা রোপণ করা, যাতে পরিবেশগত স্থিতিশীলতা এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য বিভিন্ন সম্প্রদায়ের গোষ্ঠী জড়িত থাকে। এই উদ্যোগটি একটি সবুজ, স্বাস্থ্যকর এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী আসাম তৈরিতে রাজ্যের উৎসর্গকে প্রতিফলিত করে।

এদিনের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত, ডিএফও সহ অন্যান্যরা সেখানে চার গাছ রোপন করেন। পাশাপাশি অনুষ্ঠানে এসএইচজি সদস্য, স্কুলের ছাত্র ছাত্রী ও অন্যান্যদেরকে গাছের চারা বিতরণ করা হয়। অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪ ১ আগষ্ট থেকে শুরু হয়েছে এবং চলবে ১৫ আগষ্ট পর্যন্ত। এতে গাছের চারা রোপন করার ছবি অমৃত বৃক্ষ আন্দোলন পোর্টাল https://aba.assam.gov.in এ জমা দিতে হবে এবং আগামী ২০ আগষ্ট পর্যন্ত জমা দেওয়া যাবে।

Show More

Related Articles

Back to top button