Barak Valley

পোয়ামারার জলাশয়ে ডুবে গেল গাড়ি

কালীগঞ্জ ও নিলামবাজার : পোয়ামারা বাইপাস সংলগ্ন জলাশয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ডুবে গেল ত্রিপুরা থেকে আসা একটি সুজুকি এক্সপ্রেসো গাড়ি৷ তবে সৌভাগ্যক্রমে গাড়িতে চালক ও যাত্রী দম্পতি প্রাণে বেঁচে যান৷ পোয়ামারার কাঁকড়া নদীর পাশে শুক্রবার বেলা দুটো নাগাদ এই দুর্ঘটনা সংঘটিত হয়৷ স্থানীয়রাই জলে নেমে প্রথমে গাড়ির ভিতর থেকে প্রথমে দুজনকে উদ্ধার করেন৷ গাড়িটি ডুবে যাওয়া অবস্থাতেই তাদের উদ্ধার করা হয়৷ এরপর ধীরে ধীরে গাড়িটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় করিমগঞ্জ ট্রাফিক পুলিশ সহ SDRF বাহিনী৷ বাহিনীর ডুবুরিরা দুঘন্টার চেষ্টায় গাড়িটির সন্ধান পান৷ এরপরই ক্রেন দিয়ে সেটি তুলে আনা হয়৷

Show More

Related Articles

Back to top button