লোক কল্যাণ দিবস পালন হাইলাকান্দিতে লোক সেবা পুরস্কার দুইজনকে

জনসংযোগ, হাইলাকান্দি, ৫ আগস্ট : ভারতরত্ন লোকপ্রিয় গুপীনাথ বরদলৈ-এর ,৭৪ তম প্রয়াণ তিথি হাইলাকান্দি জেলায়ও লোক কল্যাণ দিবস হিসাবে পালন করা হয়।
এই উপলক্ষে হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সভায় জেলার দুইজন কৃতী জ্যৈষ্ঠ কার্যালয় সহায়ককে তাদের অনবদ্য কাজের জন্য জেলা পর্যায়ের লোকসভা পুরস্কারে ভূষিত করা হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ডিসি অফিসের সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট প্রসেনজিৎ বিশ্বাস এবং হাইলাকান্দি এসপি অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট মনিহার চৌধুরীকে জেলা পর্যায়ের লোক সেবা পুরস্কার তুলে দেন ডিসি নিসর্গ হিভারে এবং এস পি লীনা দোলে।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে কর্মচারীদের কাজের ভৃয়সী প্রশংসা করেন । অনুষ্ঠানে জেলা উন্নয়ন আয়ুক্ত এল্ডাড ফাইরিম সহ সব এডিসি সার্কেল অফিসার এবং অতিরিক্ত আয়ুক্তরাও অংশ নেন।
এর আগে অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জলন করে ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুরস্কার হিসাবে তাদেরকে ২৫ হাজার টাকা অর্থ, সার্টিফিকেট এবং এক বছর চাকরির মেয়াদ বাড়ানো হবে।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন জেলার ৩৭ জন কর্মচারী এ বছর জেলা পর্যায়ের লোক সেবা পুরস্কারের জন্য মনোনীত হন। এছাড়া রাজ্য পর্যায়ে আরও ১০ জন কৃতী কর্মচারী এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় পারদর্শিতার জন্য ১৮ জন আধিকারিকও মুখ্যমন্ত্রীর কর্ম শ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।