Barak Valley

জেল হাজতে ড্রাগস ব্যবসায়ী। তার লরি থেকে উদ্ধার ১১৫ কোটি টাকার ইয়াভা টেব্লেট ও হেরোইন। গ্রেপ্তার ৪

করিমগঞ্জ পুলিশ ও এসটএফের যৌথ অভিযানে বৃহৎ সাফল্য। কাছাড়ের রামনগর বাইপাসে NL 01A C 4764 রেজিষ্ট্রেশন নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে বৃহৎ সাফল্য করিমগঞ্জ পুলিশ ও এসটিএফ বাহিনীর। এসটিএফের আইজি পাৰ্থ সারথি মহন্ত এবকং করিমগঞ্জের পুলিশ সুপার অধীক্ষক পাৰ্থ প্ৰতীম দাসের নেতৃত্বে অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ১৩০০ গ্ৰাম হেরোইন এবং ৩ লক্ষ ৫০ হাজার ইয়াভা টেবলেট। পাচারে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। ফুজাইল আহমেদ, নঈমুল হক্, আতিকুর রহমান এবং জগজিৎ দেব বর্মন নামের ব্যাক্তিদের আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত।

লরিতে গোপন চেম্বার বানিয়ে নিয়ে আসা হয় ১১৫ কোটি টাকার মাদকদ্রব্য। বাজেয়াপ্ত লরি মালিক একজন ড্রাগস ব্যাবসায়ী বলে জানা গিয়েছে। লরি মালিক হবিবুর রহমানকে কিছু দিন পূর্বে মাদকদ্রব্য সহ আটক করে করিমগঞ্জ পুলিশ এবং বর্তমানে সে জেল হাজতে রয়েছে। তার পিতা নঈমুল হক শুক্রবার এই বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য পাচার করার সময়ে পুলিশ ও এসটিএফ বাহিনীর জালে পড়ে এবং তার সাথে আরো ৩ জনকে আটক করে পুলিশ।

Show More

Related Articles

Back to top button