Barak Valley

হর ঘর তিরঙ্গা কার্যক্রমের অধীনে মঙ্গলবার করিমগঞ্জে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত

জনসংযোগ, করিমগঞ্জ, ১৩ আগষ্ট : ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জে হর ঘর তিরঙ্গা কার্যসূচির অধীনে মঙ্গলবার করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এক তিরঙ্গা যাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকাল ৫টায় করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গন থেকে ওই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়, সিভিল হাসপাতালের সম্মুখ হয়ে এওসি পয়েন্ট, সন্তর বাজার, রামকৃষ্ণ মিশন, জেলা গ্রন্থাগার ভবন হয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে এসে সমাপ্ত হয়। হর ঘর তিরঙ্গা কার্যসূচির বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে ওই তিরঙ্গা যাত্রা করিমগঞ্জ শহরে বের করা হয়। এতে পতাকা নেড়ে ওই তিরঙ্গা যাত্রার সূচনা করেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। ওই তিরঙ্গা যাত্রায় জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সর্বস্তরের নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, সুরক্ষা বাহিনীগুলির আধিকারিক কর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে হর ঘর তিরঙ্গা কার্যসূচি উপলক্ষে বুধবার সকাল ৬টায় জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে করিমগঞ্জ শহরের মুখ্য সড়ক হয়ে এক তিরঙ্গা দৌড় অনুষ্ঠিত হবে এবং ওই দৌড় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হবে। পাশাপাশি, বুধবার বিকাল ৩টায় তিরঙ্গা বাইক রেলি ও শ্রদ্ধাঞ্জলি কার্যসূচীর আয়োজন করা হয়েছে। জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে ওই বাইক রেলি এওসি পয়েন্ট, সেটেলমেন্ট রোড, সুতারকান্দি হয়ে মালেগড় যুদ্ধ স্মারকে উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। পরে ওই রেলি করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে এসে শেষ হবে। এছাড়া ১৫ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক তিরঙ্গা কনসার্টেরও আয়োজন করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button