হর ঘর তেরঙা কার্যসূচি সফল করার আহ্বান, যুবমোর্চার বাইক রেলি

করিমগঞ্জ : দেশপ্রেম এবং রাষ্ট্রবাদী চেতনাকে আরও বেশি করে সকলের মধ্যে জাগরিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২০২২ সাল থেকে প্রতি বছর উদযাপিত হচ্ছে হর ঘর তেরঙা কার্যসূচি৷ সরকারের গৃহীত কার্যসূচি অনুযায়ী ১৩-১৫ আগস্ট ৩দিন ধরে প্রত্যেকের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ এই কার্যসূচিকে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে জেলার সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷
১৩-১৫ আগস্ট পর্যন্ত ৩দিন দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তেরঙ্গা কার্যসূচি পালিত হবে৷ করিমগঞ্জে এই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে জেলা বিজেপি ব্যাপক প্রচার অভিযানে নেমেছে৷ এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যুবমোর্চার উদ্যোগে সোমবার বিকেল ৪টায় জেলা সদরে এক বিশাল বাইক রেলি বের হয়ে শহরের প্রতিটি সড়ক পরিক্রমা করে ফের জেলা কার্যালয়ে এসে সমাপ্ত হয়৷
রেলিতে শামিল হন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক মিমো দাস, যুব মোর্চার জেলা সভাপতি বীরেন দাস, জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মণ বণিক, প্রদেশ বিজেপির কার্যকরী সভাপতি সুদীপ চক্রবর্তী, জেলা বিজেপির কার্যালয় সম্পাদক অমিত পাল, শহর মণ্ডল সভাপতি কিশোর দে প্রমুখ৷ শামিল হন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যও৷
তিনি বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পর্যন্ত সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলার প্রতিটি ঘরেও জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে ‘হর ঘর তেরঙা’ কর্মসূচি পালিত হবে৷
তিনি বলেন, দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে প্রতিজন ব্যক্তি নিজের ঘরে ৩ দিন জাতীয় পতাকা উত্তোলন করবেন বলে তিনি আশাবাদী৷ আগেও মানুষ এই কার্যসূচিকে সফল করেছেন, এবারও করবেন৷
বলেন, যুব মোর্চার বাইক রেলির মাধ্যমে সকলের প্রতি এ সম্পর্কিত আবেদন রাখা হয়েছে৷