Barak Valley

রাতাবাড়িতে ২ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত

রাতাবাড়ি : ৭৮-তম স্বাধীনতা দিব‌সের আগের দিন আজ বুধবার করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়িতে প্রায় দুই কো‌টি টাকার সন্দেহজনক হেরোইন সহ পু‌লি‌শের জা‌লে পড়েছে দুই মাদক কারবা‌রি।
জানা গে‌ছে, গোপন খব‌রের ভি‌ত্তিতে রাতাবাড়ি থানার পু‌লিশ দোহা‌লিয়ার গিলাটি পাহাড়ের ফাঁড়ি প‌থে ওৎ পে‌তে ব‌সেছিল। এক সময় এম‌জেড ০১ কে ৯৩৯১ নম্ব‌রের চার চাকার এক‌টি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থে‌কে ৩০৫ গ্রাম সন্দেহজনক হে‌রোইন বা‌জেয়াপ্ত করে পুলিশের অভিযানকারী দল। হেরোইনগুলির কা‌লোবাজারি মূল্য প্রায় দুই কো‌টি টাকা বলে জানিয়েছেন রাতাবাড়ি থানার ওসি। হেরোইন পাচারের অভিযোগে আটক করা হয়েছে হারুণ রশিদ এবং শরিফ উদ্দিন‌কে। ধৃতদের রাতাবাড়ি থানায় নিয়ে জেরা কর‌ছে পু‌লিশ। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জের পু‌লিশ সুপার‌ পার্থপ্রতিম দাস এসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

Show More

Related Articles

Back to top button