Barak Valley

হাইলাকান্দির সর্বাঙ্গীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : ডিসি

জনসংযোগ, হাইলাকান্দি, ১৬ আগস্ট : হাইলাকান্দি জেলায়ও বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। তিনি তাঁর ভাষনে জেলার উন্নয়নের এক চিত্র তুলে ধরেন। বলেন, মিজোরাম সীমান্তে ৩৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ ৮৫ শতাংশ এগিয়েছে। আগামী ডিসেম্বর মাসে এই সড়ক নির্মাণের কাজ শেষ হবে। পাশাপাশি সীমান্তে ছয়টি পুলিশ আউট পোস্টে সৌর বিদ্যুৎ বাতি লাগানো হয়েছে। কৃষি ক্ষেত্রে পিএম কিষানের জন্য জেলায় ৭০ হাজার ৭৪০ জন কৃষককে বছরের ৬ হাজার করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমার জন্য চলতি বছর ২২ হাজার ১৭৪ জন কৃষক নথিভুক্ত আছেন । খাদ্য সুরক্ষা যোজনায় জেলায় ১ লক্ষ ৪২ হাজার ৯০২টি রেশন কার্ডে ৫ লক্ষ ৪২ হাজার ৪৫০ জন সুবিধাভোগী চাল পাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রের উন্নতি সম্পর্কে জেলা আয়ুক্ত জানান, জেলার ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৯০জন ছাত্রী নিযুত ময়না প্রকল্পে উপকৃত হচ্ছেন।জেলার এগারোটি শিক্ষাঙ্গনে পিএম শ্রী প্রকল্প চালু হয়েছে। এগুলিতে পরিবেশবান্ধব স্মার্ট ক্লাসরুম সহ নানা উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে। স্কিল এমপ্লয়মেন্ট এর জন্য জেলায় গত বছর ১০৮০ জনকে ইলেকট্রনিক মেনেজমেন্ট, কন্সট্রাকশন, সোলার প্যানেল ইনস্টলেশন ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা বিকাশের ট্রেনিং দেওয়া হয়েছে। গত বন্যায় জেলার যে তিনটি নদী বাঁধ ভেঙ্গেছিল তা জিও টিউব দিয়ে মেরামত করা হয়েছে। বন্যায় জেলার ৯৪৬৪ পরিবারের ক্ষতিপূরণ হিসাবে ৪ কোটি ৯ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি মে মাসে বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৯৭৫ টি পরিবারের জন্য ১ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজারের প্রস্তাবও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে ডিসি জানান। উন্নত প্রজাতির গরুর বাছুর জন্ম দিতে জেলার ভেটেনারি বিভাগে কৃত্রিম প্রজনন পদ্ধতি সেক্স সোরটেড সিমেন চালু করা হয়েছে। এর ফলে গরুর ফিমেল বাছুর দেওয়া সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সৌর বিদ্যুতের জন্য জেলায় আড়াই হাজার দরখাস্ত জমা পড়েছে। এগুলিতে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের প্যানেল বাড

Show More

Related Articles

Back to top button