Barak Valley

স্বাধীনতা দিবস পালন লায়ন্স-লিও ক্লাব অফ করিমগঞ্জ ইয়ুথের

করিমগঞ্জ : এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে Lions Club of Karimganj ও Leo Club of Karimganj Youth স্বাধীনতা দিবস পালন করল ক্লাব হাউসে৷ প্রথমে ক্লাব সভাপতি সঞ্চয়িতা দেব Lions Art School-র ছাত্র-ছাত্রী, তাঁর অভিভাবক ও ক্লাব সদস্যদের নিয়ে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন৷ জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ৮:৩০ মিনিটে৷ তারপর ক্লাবের Service Centre-এ দুস্থ মহিলাদের জন্য লায়ন্স সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়৷

সভাপতি সঞ্চয়িতা দেব বলেন, মহিলাদের স্বনির্ভর বা আত্মনির্ভর করা এবং প্রয়োজনে এই শিক্ষা যাতে কাজে লাগে তার জন্যই Lions Club of Karimganj-র এই প্রয়াস৷ এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প আধিকারিক শিখা দে এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, দুস্থ মহিলাদের আত্মনির্ভর করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ প্রাথমিকভাবে ১০ জন শিক্ষার্থী এই কেন্দ্রে প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন৷

তিনি জানান, এটা Lions Club-র ৩য় প্রশিক্ষণ কেন্দ্র৷ ১ম কেন্দ্রটি মাইজগ্রামে এবং ২য়টি নিলামবাজারের সরস্বতী বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রই দুস্থ মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে যাচ্ছে৷ এদিন Lions Art & Yoga School-র ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সহ শতাধিক লোকের মধ্যে লুচি, সবজি, পায়েস জুস ও চকলেট বিতরণ করা হয়৷

এদিকে, ১৪ আগস্ট Lions Club of Karimganj ও Leo Club of Karimganj Youth-র যৌথ উদ্যোগে Pre-Independence Day উপলক্ষে জেলা গ্রন্থাগারে স্বাধীনতা সংগ্রামীদের কৃতজ্ঞতা জানায়৷ প্রথমে প্রদীপ প্রজ্বলন ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়৷ স্বাগত ভাষণ দেন সভাপতি সঞ্চয়িতা দেব৷ এরপর মনোজিৎ ধর, বিপ্লব দেব ও Club-র Chief Adviser জগদীশ চন্দ্র বণিক স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট ব্যখ্যা করেন৷ সঞ্চালনা করেন বিশ্বরূপ দেব ও সুনন্দা চক্রবর্তী৷ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷

Show More

Related Articles

Back to top button